স্মার্টফোন লক থাকলেও ফোনকল করতে পারবে জেমিনি এআই, ভালো না খারাপ

প্রথম আলো প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯:২২

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফোনকল ও বার্তা পাঠানো আরও সহজ করতে নিজেদের তৈরি জেমিনি এআই চ্যাটবটে নতুন সুবিধা চালু করছে গুগল। এ সুবিধা চালু হলে ফোন আনলক না করেই জেমিনি এআই চ্যাটবটের মাধ্যমে সরাসরি ফোনকল করার পাশাপাশি বার্তা পাঠানো যাবে। প্রাথমিকভাবে এ সুবিধা শুধু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনে ব্যবহার করা যাবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে জানিয়েছে, সাধারণত লক থাকা অবস্থায় ফোনকল বা বার্তা পাঠাতে হলে ফোন আনলক করে জেমিনি অ্যাপে প্রবেশ করতে হয়। এ সমস্যা সমাধানে জেমিনি অ্যাপে ‘মেক কলস অ্যান্ড সেন্ড মেসেজেস উইথআউট আনলকিং’ সুবিধা চালু করছে গুগল। সুবিধাটি চালু হলে লক স্ক্রিনে একবার ট্যাপ করেই ব্যবহারকারীরা মুখের কথায় নির্দিষ্ট নম্বরে ফোনকল বা বার্তা পাঠাতে পারবেন।


প্রাথমিকভাবে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে গুগল। সুবিধাটি ব্যবহারের জন্য জেমিনি অ্যাপের সেটিংসে প্রবেশ করে ‘জেমিনি অন লক স্ক্রিন’ অপশন চালু করতে হবে। এ ছাড়া জেমিনিতে ‘ফোন’ ও ‘মেসেজেস এক্সটেনশন’ সুবিধা চালু রাখতে হবে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারী সুবিধাটি ব্যবহার করতে পারবেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও