হাসপাতালের পর বাংলাদেশিদের জন্য ত্রিপুরার হোটেল-রেস্তোরাঁর দরজাও বন্ধ

বিডি নিউজ ২৪ ত্রিপুরা প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ২৩:০০

ভারতের জাতীয় পাতাকার অবমাননা ও হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশিদের সেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন’-এটিএইচআরওএ।


সংগঠনটির সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায়ের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।


বাংলাদেশি নাগরিকদের সেবা না দেয়ার সিদ্ধান্তের ব্যাখ্যায় সৈকত বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা ধর্মনিরপেক্ষ একটি দেশের নাগরিক এবং আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। বাংলাদেশে মৌলবাদী একটি অংশের হাতে আমাদের জাতীয় পতাকার অসম্মান ও সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এখন সেটা সীমা ছাড়িয়ে গেছে।


“বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যে আচরণ করা হচ্ছে, আমরা তার নিন্দা জানাই।”


গত ৫ অগাস্ট গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পর সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করে আসছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এ নিয়ে দুই দেশের সম্পর্কে এক ধরনের অস্বস্তি কাজ করছিল।


সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেপ্তারকে কেন্দ্র কয়েকটি ঘটনায় সেই অস্বস্তি নতুন মাত্রা পেয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও