তাজমহল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

কালের কণ্ঠ উত্তর প্রদেশ প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ২২:৩৪

ভারতের উত্তর প্রদেশের আগ্রার তাজমহল বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি পাওয়া গেছে। আজ মঙ্গলবার উত্তর প্রদেশ পর্যটন কার্যালয়ের ই-মেইলে এ হুমকি দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।


ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাইদ আরিব আহমদ। তিনি জানান, হুমকি পাওয়ার পর সেখানে একটি বোমা নিষ্ক্রিয়কারী দল, ‘ডগ স্কোয়াড’ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছিল, তবে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।


উত্তর প্রদেশ পর্যটনের উপপরিচালক দীপ্তি ভাতসা জানান, বোমা হামলার হুমকি পাওয়ার পরপরই ই-মেইলটি তাৎক্ষণিকভাবে আগ্রা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরে ফরোয়ার্ড করে দেওয়া হয়েছে। তবে কারা এই হুমকি দিয়েছে তা জানায়নি পুলিশ।


বেশ কয়েক দিন ধরেই ভারতের স্কুল, ট্রেন, হোটেল ও ফ্লাইটে বোমা হামলার হুমকির ঘটনা বেড়েছে। তবে এসব হুমকির বেশির ভাগই ভুয়া বলে প্রমাণিত হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও