সিরিজ জয়ের পর বাংলাদেশি ক্রিকেটারদের বড় সুখবর

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩

ঘরের মাঠে আয়ারল্যান্ডকে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশের মেয়েরা। ব্যাট-বল উভয়ক্ষেত্রেই নিগার সুলতানা জ্যোতির দল দুর্দান্ত পারফর্ম করেছে। তারই সুসংবাদ মিলেছে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। বোলারদের তালিকায় ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে উঠেছেন স্পিনার নাহিদা আক্তার। এ ছাড়া অধিনায়ক জ্যোতি, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি ও ফাহিমা খাতুনরাও বড় লাফ দিয়েছেন।


আজ (মঙ্গলবার) বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি নারী ক্রিকেটের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে বাংলাদেশি বোলারদের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে উঠেছেন নাহিদা। ওয়ানডে বোলারদের তালিকায় ৩ ধাপ এগিয়ে তিনি সপ্তম স্থানে উন্নীত হয়েছেন। গত মার্চে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে সেরা দশে ঢুকেছিলেন নাহিদ। এবার বাঁ-হাতি এই স্পিনার পৌঁছালেন ক্যারিয়ারসেরা অবস্থানে।


আয়ারল্যান্ডের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখানো সিরিজে ৩ ম্যাচে ৬টি উইকেট শিকার করেন নাহিদা। একইভাবে সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট নেওয়া সুলতানা খাতুন দিয়েছেন বড় লাফ। তিনিও ক্যারিয়ারসেরা অবস্থানে পৌঁছাতে ২৩ ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠেছেন। সিরিজে কেবল এক উইকেট পেলেও রাবেয়া খাতুন এগিয়েছেন ৬ ধাপ (৪০তম)। এ ছাড়া লেগস্পিনার ফাহিমা ১০ ধাপ (৫৭তম) এবং মারুফা আক্তার ১৩ ধাপ (৭৩তম) এগিয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও