ইসলামি ব্যাংকগুলোর আমানত কমেছে সাড়ে ৬ হাজার কোটি
সঞ্চয়কারীদের মধ্যে আস্থা কমে যাওয়ায় ইসলামি ব্যাংকগুলোর আমানত ক্রমাগত কমছে। ব্যাপক ঋণ অনিয়মের কারণে শরিয়াহভিত্তিক কয়েকটি ব্যাংক এখন চরম তারল্য সংকটে ভুগছে। আস্থার সংকটে ব্যাংকগুলো থেকে আমানত তুলে নিচ্ছেন গ্রাহকেরা। গত জুলাই মাসে এসব ব্যাংকের আমানত কমেছে মোট সাড়ে ৬ হাজার কোটি টাকা। ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স বা প্রবাসী আয় আসাও কমেছে। তবে আমানত কমলেও ব্যাংকগুলোর ঋণ বিতরণ বেড়েছে। আর এগুলোর মাধ্যমে রপ্তানি আয় আসাও বেড়েছে কিছুটা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি বছরের জুলাই শেষে দেশের পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোর আমানত ছিল ৩ লাখ ৯৪ হাজার ৪৪৪ কোটি টাকা। পরের মাস আগস্ট শেষে ইসলামি ব্যাংকগুলোর আমানত দাঁড়িয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৮৯৩ কোটি টাকা। এক মাসে ব্যাংকগুলোর আমানত কমেছে ৬ হাজার ৫৫১ কোটি টাকা।