দ্রুততম সময়ের মধ্যে সবার অংশগ্রহণে নির্বাচনের বিকল্প নেই: চুন্নু

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ২২:১৯

গণতন্ত্র ‘সুপ্রতিষ্ঠিত’ করতে অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে সবার অংশগ্রহণে নির্বাচন আয়োজনে উদ্যোগ নেবে বলে আশা করছেন জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু। তার মতে, এর কোনো ‘বিকল্প নেই’।


রোববার দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অতিরিক্ত মহাসচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।


চুন্নু বলেন, “দেশের মানুষ একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমরা আশা করছি, অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সমর্থ হবে।”


মুজিবুল হক চুন্নু বলেন, “জাতীয় পার্টি আগামী নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জনে সমর্থ হবে বলে আমরা মনে করি।”


দলকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের বিভিন্ন নির্দেশনাও দেন গত চারটি জাতীয় নির্বাচনের দুটিতে আওয়ামী লীগের শরিক ও বাকি দুটিতে সমঝোতা করে ভোটে লড়া দলটি।


২০০৮ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে জোট বা সমঝোতা করে জাতীয় পার্টি মোট চারটি নির্বাচন করেছে। তবে প্রবল গণ আন্দোলনে সরকার পতনের দিন থেকেই তারা আওয়ামী লীগবিরোধী প্রকাশ্য অবস্থানে গিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনা করতে আওয়ামী লীগবিরোধী অন্য দলগুলোর সঙ্গে অংশ নেয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও