হোয়াটসঅ্যাপে স্টিকার প্যাক তৈরি ও শেয়ারের নতুন সুবিধা

প্রথম আলো প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৪, ১১:৪২

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সরাসরি অ্যাপ থেকেই স্টিকার প্যাক তৈরি এবং তা শেয়ার করার নতুন সুবিধা চালু করতে যাচ্ছে। বার্তা আদান–প্রদানের জনপ্রিয় অ্যাপটির সর্বশেষ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ২.২৪.২৫.২–এ পরীক্ষামূলকভাবে এ সুবিধাটি চালু করা হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা ওয়েবসাইট ডব্লিউ আ বেটা ইনফো।


বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা দুটি উপায়ে স্টিকার প্যাক ব্যবহার করেন। সাধারণত ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের তৈরি ফার্স্ট-পার্টি স্টিকার প্যাক বা তৃতীয় পক্ষের (থার্ড-পার্টি) স্টিকার প্যাক ডাউনলোড করেন। তবে নতুন সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা অ্যাপেই নিজেদের পছন্দমতো স্টিকার প্যাক তৈরি করতে পারবেন এবং তা সহজেই অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন।


নতুন এই সুবিধা ব্যবহারকারীদের স্টিকার তৈরির ক্ষেত্রে আরও বেশি সৃজনশীলতা ও স্বাধীনতা দেবে। ডব্লিউ আ বেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘এটি ব্যবহারকারীদের কাস্টম স্টিকার তৈরির সুযোগ দেবে; যা হোয়াটসঅ্যাপের ডিফল্ট স্টিকারের বাইরে অন্য স্টিকার ব্যবহারের ব্যক্তিগত অভিজ্ঞতা দেবে। সুবিধাটি ব্যবহার করতে হলে হোয়াটসঅ্যাপের চ্যাট উইন্ডোতে গিয়ে স্টিকার পিকারের ভেতরে প্রবেশ করতে হবে। সেখানে প্রতিটি স্টিকার প্যাকের পাশে একটি তিন-ডট আইকন দেখা যাবে। এ আইকনে ক্লিক করে স্টিকার প্যাক শেয়ার করার বা ব্যক্তিগত সংগ্রহ থেকে সেটি মুছে ফেলার অপশন পাওয়া যাবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও