মিরপুর স্টেডিয়াম মার্কেট: ক্রিকেটের রাজ্যে ফার্নিচারের সমারোহ
ক্রিকেট ম্যাচের দিনগুলোতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি মুখরিত থাকে দর্শকদের সরব উপস্থিতি আর উল্লাসধ্বনিতে, এর সঙ্গে চারদিকে থাকে কড়া নিরাপত্তার চাদর। তবে বাকি দিনগুলিতে স্টেডিয়ামের চিত্র একেবারেই আলাদা।
ক্রিকেট পিচ থেকে কিছুটা দূরে গেলেই দেখা মেলে স্তূপ করে রাখা বিভিন্ন ফার্নিচার আর নাকে ভেসে আসে কাঠের ঘ্রাণ। ক্রিকেটের ব্যাটসম্যান আর বোলারের বদলে দেখা যায় ক্রেতা আর বিক্রেতাদের। মিরপুর স্টেডিয়ামের নিচতলায় চারিদিক ঘিরে অবস্থিত এই ফার্নিচার মার্কেটে ৭০টিরও বেশি দোকান রয়েছে।
দোকানের ফুলেল নকশাদার ফার্নিচার আর বিভিন্ন রকম আলোর ব্যবহার ক্রেতাদের আকৃষ্ট করে। আর দোকানের বাইরে নতুন পণ্য আনা নেওয়া আর ক্রেতাদের কাছে পণ্য পৌঁছানোর ব্যস্ততা লেগে থাকে সবসময়। দক্ষ হাতে নিপুণভবে কাঠমিস্ত্রিদের
দেখা যায় আসবাবগুলো বার্নিশ করতে। মার্কেটের অলিগলিতে এই চিত্রটিই সবচেয়ে বেশি চোখে পড়ে। এর সঙ্গে পাওয়া যায় তারপিনের ঘ্রাণ।