নিলামে ৭২ কোটি টাকায় কেনা সেই ‘কলা’ এখন ক্রেতার পেটে
দেশ রূপান্তর
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৬
নিলামে ৬.২ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় যা ৭২ কোটি টাকারও বেশি) কেনা কলাটি খেয়ে ফেলেছেন ক্রেতা চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন মুন। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
গত সপ্তাহে নিলামের মাধ্যমে ধূসর রঙের স্কচটেপ লাগানো এই ‘শিল্পকর্ম কলাটি’ কিনেছিলেন জাস্টিন সান। তখনই তিনি বলেছিলেন কলাটি খেয়ে ফেলবেন। অবশেষে হংকংয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সামনে কলাটি খান তিনি।