পুরস্কারের লোভে ৪০০ ফোন নিয়ে লাইভে

প্রথম আলো চীন প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:২২

সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ভিডিওতে অনেক সময় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। কপাল ভালো থাকলে যে কেউ পেয়ে যেতে পারেন পুরস্কার। অনেকেই এসব পুরস্কারের আশায় লাইভ ভিডিও দেখেন। তবে অতি আগ্রহী কাউকে ভিডিও দেখার জন্য গ্রেপ্তার করা হয়েছে, এমন ঘটনাকে ব্যতিক্রমী বলাই চলে।


বিচিত্র এই ঘটনা ঘটেছে চীনের জিয়াংসু প্রদেশে। সেখানকার একটি বাড়ির গ্যারেজে রীতিমতো ৪০০ মুঠোফোন সাজিয়ে বসেছিলেন মা নামের এক ব্যক্তি। পুরস্কারের লোভে ফোনগুলো দিয়ে একসঙ্গে ভিডিও লাইভ দেখতেন তিনি। এ ঘটনা গত আগস্টের। তবে সম্প্রতি তা সংবাদমাধ্যম চায়না নিউজউইকে প্রকাশের পর সামনে আসে।

বিষয়টি প্রথম জানাজানি হয় মায়ের গ্যারেজটি স্থানীয় এক পথচারীর চোখে পড়ার পর। গ্যারেজে শত শত ফোন দেখে সন্দেহ হয় তাঁর। পরে বিষয়টি পুলিশকে জানান। অনলাইনে বড়সড় কোনো প্রতারণা চলছে, এমন সন্দেহে মাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তদন্তে বেরিয়ে আসে ভিন্ন এক ঘটনা।


পুলিশ দেখতে পায়, লাইভ ভিডিও দেখার জন্য একসঙ্গে ৪০০টি ফোন ব্যবহার করতেন মা। এতে তাঁর পুরস্কার জেতার সম্ভাবনা বাড়ত। তবে প্রতিটি ফোনে ব্যবহার করা আলাদা আলাদা সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলো নিজে খোলেননি তিনি। অর্থের বিনিময়ে অন্যদের কাছ থেকে কিনে নিয়েছিলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও