বিয়ের রাতে নববধূর অদ্ভুত আবদার, অতঃপর...
বিয়েতে অস্বাভাবিক এক ঘটনার সাক্ষী হলো গোটা বিশ্ব!বিয়ের রাতেই বর ও তার পরিবারকে অবাক করে দিয়েছেন এক নববিবাহিতা।
স্থানীয় ডেকান ক্রনিকলের রিপোর্ট অনুযায়ী, সনাতনধর্মীদের বিয়ের রীতি ও ঐতিহ্যবাহী মুখ দেখানোর অনুষ্ঠানেই ওই কনে বিয়ার, গাঁজা এবং ছাগলের মাংস খেতে চান।
বর প্রথমে নববধূর বিয়ারের আবদারটি মেনে নেন। তবে অন্য আবদারগুলোর ক্ষেত্রে অস্বস্তি প্রকাশ করেন। বর তার পরিবারের সদস্যদের বিষয়টি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষমেশ স্থানীয় পুলিশ এসে বিষয়টিতে হস্তক্ষেপ করে।
ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরের এ ঘটনায় পুলিশ এসে ওই কনেকে কাউন্সেলিং করে। তবে এতে বিষয়টি আরও নাটকীয় হয়ে ওঠে। যখন বরের পরিবার দাবি করে যে, এই কনে আসলে কোনো নারী নন, তৃতীয় লিঙ্গের!
- ট্যাগ:
- জটিল
- বাসর রাত
- তৃতীয় লিঙ্গ