ফোঁস করতে দোষ নাই

www.ajkerpatrika.com মহিউদ্দিন খান মোহন প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ১২:০১

গল্পটি এ রকম—এক গোখরো সাপ বনের মধ্যে ধ্যানমগ্ন এক দরবেশের কাছে গিয়ে বলল, ‘দরবেশ বাবা, জীবনে ছোবল দিয়ে মানুষ ও জীব-জানোয়ার মেরে অনেক পাপ করেছি। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই।’ দরবেশ তাকে বললেন, ‘যেহেতু তুই অতীত কৃতকর্মের জন্য অনুতপ্ত, তাই সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোকে ক্ষমা করবেন। তবে এখন থেকে তুই আর কাউকে ছোবল দিস না।’ তারপর থেকে সাপটি কাউকে ছোবল দেয় না। মানুষ দেখলে দ্রুত জঙ্গলে লুকিয়ে পড়ে। কেউ ভুল করে ওটার ওপর পা-চাপা দিলেও সে ফণা তোলে না।


খবরটি এলাকায় রাষ্ট্র হয়ে গেল। ফলে কেউ আর সাপটিকে ভয় পায় না। একদিন সাপটি একটি মাঠের ওপর দিয়ে যাচ্ছিল। সে মাঠে কতগুলো শিশু-কিশোর ফুটবল খেলছিল। ওরা সাপটিকে দেখে বল ফেলে ওটাকেই লাথি মারতে শুরু করল। কিশোরদের এলোপাতাড়ি লাথি খেতে খেতে সাপটির প্রাণ যায় যায় অবস্থা। কোনোমতে বনে ঢুকে দরবেশকে গিয়ে বলল, ‘বাবা, আপনি তো আমাকে ছোবল মারতে নিষেধ করেছিলেন। এখন তো কেউ আমাকে ভয় পায় না। লাথি মারতে মারতে আমার জানের অবস্থা খারাপ করে দিয়েছে। এ আপনি আমাকে কী দীক্ষা দিলেন?’ দরবেশ স্মিত হেসে বললেন, ‘বৎস, তোকে আমি ছোবল মারতে নিষেধ করেছি। কিন্তু ফোঁস করতে তো নিষেধ করি নাই। ফণা তুলে ফোঁস করতে তো দোষ নাই।’ গল্পটি মনে পড়ল, দেশের সাম্প্রতিক সহিংস ঘটনাবলি, আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিকার দর্শকের ভূমিকা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার একটি মন্তব্য পত্রিকায় পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও