এখন নতুন করে দেশ গড়ার পালা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এখন নতুন করে দেশ গড়ার পালা। আমাদের দেশটাকে মেধাবীদের দিয়ে গড়তে হবে। এজন্য মেধাবী মানুষ তৈরি করতে হবে। প্রতিটি ক্ষেত্রে ভালো এবং দক্ষ করে তুলতে হবে আগামী প্রজন্মকে। লালমনিরহাটের বড়বাড়ীতে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গতকাল বৃহস্পতিবার শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ভার্চুয়ালিযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বাংলাদেশে বহু মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার আছেন। আমি এ দেশের সন্তান হিসেবে বলতে পারি। মেধাবী ডাক্তার আর ইঞ্জিনিয়ার গড়ে তুললেই হবে না, মেধা দিয়ে আমাদের দক্ষ ও পেশাদার খেলোয়াড় এবং সংস্কৃতিকর্মীও গড়ে তুলতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এভাবেই সমাজে গড়ে তুলতে হবে। লেখাপড়া করে শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে হবে সেটা কোনো কথা নয়। মূলত যার যে বিষয়ে মেধা ভালো তাকে সে বিষয়েই দক্ষ করে জাতীয় তথা আন্তর্জাতিক মানের করে গড়ে তুলতে হবে।