
‘যারা অনির্বাচিত সরকারের চিন্তা করেন, তারাই গণপরিষদ নির্বাচনের কথা বলেন’
যারা অনির্বাচিত সরকারের চিন্তা করেন, তারাই গণপরিষদ নির্বাচনের কথা বলেন—এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।
তিনি বলেন, জাতিকে রক্ষা করতে হলে নির্বাচনের বিকল্প নেই।
বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী ব্যাংক রোডের একটি রেস্টুরেন্টে গণঅভ্যুত্থানে বেগমগঞ্জ উপজেলার শহীদদের পরিবারের মধ্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
বরকতউল্লা বুলু বলেন, 'কিছু দিন আগেও যারা টিউশনি করে নিজেদের পড়াশোনা ও হাত খরচ চালাতেন, তারা আজ পাঁচ-ছয় কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। ৩০ হাজার টাকা দামের পাঞ্জাবি পরেন। কেউ আবার শত শত গাড়ির বহর নিয়ে এলাকায় গণসংযোগ করেন।'
'কেউ কেউ কোটি কোটি টাকা ব্যয়ে ইফতার পাটি করেন। কোনো কোনো উপদেষ্টা বিভিন্ন দপ্তরে গিয়ে আমলাদের ওপর চাপ সৃষ্টি করে বড় বড় কাজ বাগিয়ে নিচ্ছেন। কেউ কেউ বিভিন্ন দপ্তরে অযোগ্য লোকদের পদায়ন করেন। জাতি এসব অপকর্ম থেকে মুক্তি চায়, এ জন্যই নির্বাচন দরকার,' বলেন তিনি।