বিএনপি শিবিরে শঙ্কাহীন, উলটো চিত্র আ.লীগে

যুগান্তর প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:০৩

চট্টগ্রামে এবার বিএনপি নেতাদের ঈদ কেটেছে ভিন্ন আমেজে। বিগত ১৬ বছর জেল-জুলুম-হুলিয়াসহ নানা কারণে মন খুলে ঈদের খুশি উদযাপন করতে না পারলেও এবার তাদের ঈদ আনন্দে যোগ হয়েছে ভিন্নমাত্রা। 


নেতাকর্মীদের মধ্যেও ছিল শঙ্কাহীন ঈদের সীমাহীন উচ্ছ্বাস-উদ্দীপনা। বিশেষ করে দলের সিনিয়র নেতা এবং মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতারা ঐতিহ্যবাহী মেজবানি আয়োজন থেকে শুরু করে নানা আয়োজনের মাধ্যমে এই ঈদে রীতিমতো শোডাউন করেছেন নিজ নিজ নির্বাচনি এলাকায়। তাদের এসব আয়োজনে ছিল নেতাকর্মীর ঢল। গণতন্ত্র ফিরিয়ে আনা এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন নেতারা। 


অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের ১৬ আসনে যেসব প্রার্থী ঘোষণা করেছেন সেই প্রার্থীদের অনেকে নিজ নিজ নির্বাচনি এলাকায় ঈদ শুভেচ্ছা দিয়ে নিজেদের ছবি সংবলিত পোস্টার সাঁটিয়েছেন। ঈদের টানা বন্ধের সুযোগে এলাকায় নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে সেরেছেন গণসংযোগের কাজ।


চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রামের আড়াই কোটি মানুষ এবারই দিব্যি আরামে আতঙ্কহীন ঈদ উদযাপন করেছেন। তবে তিনি গত ১৬ বছরের মধ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ঈদ মিলিয়ে ১৪টি ঈদ জেলেই করেছেন বলে জানান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও