You have reached your daily news limit

Please log in to continue


সরাসরি এসআই নিয়োগ নয়

অন্তর্বর্তী সরকারের পুলিশ বাহিনীতে সংস্কারে গঠিত কমিশন পুলিশে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে। কমিশনের খসড়া সুপারিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও কনস্টেবল নিয়োগ ছাড়া আর কোনো নিয়োগ না করতে বলা হচ্ছে। এর ফলে কনস্টেবল থেকে বিভাগীয় পরীক্ষা দিয়ে একজন এএসআই, এসআই হয়ে ইন্সপেক্টর পদে পদোন্নতি পাবেন। এ ক্ষেত্রে কনস্টেবল নিয়োগে শিক্ষাগত যোগ্যতা এসএসসির পরিবর্তে এইচএসসি করারও চিন্তাভাবনা চলছে বলে কমিশনের একটি সূত্র জানিয়েছে। এ ছাড়া পুলিশ সার্জেন্ট নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আনার প্রস্তাব করা হচ্ছে।

কমিশনের একটি সূত্র জানায়, রাজনীতি ও দুর্নীতির বেড়াজাল থেকে পুলিশ বাহিনীকে রক্ষা করতে নিয়োগে এসব পরিবর্তনের সুপারিশ করা হচ্ছে। সহকারী পুলিশ সুপার (এএসপি) ও কনস্টেবল নিয়োগ ছাড়া অন্য নিয়োগ বন্ধ হলে সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগ না করলেও চলবে। উল্লেখ্য, বর্তমানে চলমান এসআই নিয়োগ প্রক্রিয়াতে এ সুপারিশ বাধা হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন