খাইবার পাখতুনখোয়ায় ৮ দিনের সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১০৭
পাকিস্তানের উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় টানা আট দিন ধরে চলছে শিয়া ও সুন্নি গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত। এই সংঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১০৭ হয়েছে।
আজ বৃহস্পতিবার পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এই তথ্য জানিয়েছে।
এক দিন আগেই গোত্রপ্রধানরা ১০ দিনের সংঘর্ষ-বিরতিতে সম্মতি দেন।
তা সত্ত্বেও নতুন করে সংঘাত দেখা দেয়। এতে আরও পাঁচ জন নিহত ও নয়জন গুরুতর আঘাত পেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রীর কুররাম কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, 'আজ থেকে কুররামে সংঘাতে লিপ্ত গোত্রদের মধ্যে ১০ দিনের সংঘর্ষ-বিরতি চালু হয়েছে।'