You have reached your daily news limit

Please log in to continue


ইসকনের উসকানিমূলক কর্মকাণ্ডের জবাব ধৈর্যের মাধ্যমে দেওয়া হবে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসকন যতই উসকানিমূলক কর্মকাণ্ড করুক না কেন আমাদেরকে ধৈর্যের মাধ্যমে তার জবাব দিতে হবে। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে। আমরা সেই ফাঁদে পা দেব না।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় ইসকন অনুসারীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা দোয়া করি বাংলাদেশের লোহাগাড়া-সাতকানিয়া তথা দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি। উগ্র জঙ্গিবাদী যে সাম্প্রতিক গোষ্ঠী ইসকন সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছে। এদের ব্যাপারে জামায়াত আমিরের বক্তব্য হলো আমরা উত্তম ধৈর্যধারণ করব এবং সংযত থাকব। 

তিনি আরও বলেন, শত্রুপক্ষ ইসলামী আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে পাতানো ফাঁদে আমাদের আটকাতে চায়। আমরা কখনো এ পাতানো ফাঁদে পা দিতে চাই না। ধৈর্যের সঙ্গে এ দেশে আমরা আল্লাহর দ্বিনের সৌন্দর্য রক্ষা করব।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন