আইএমএফ প্রতিনিধি দল আসছে ৪ ডিসেম্বর
বাংলাদেশকে দেওয়া ঋণের চতুর্থ কিস্তি ছাড়ের আগে অর্থের ব্যবহার ও শর্ত পরিপালনের অগ্রগতি দেখতে আগামী ৪ ডিসেম্বর আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল।
তাদের সঙ্গে পর্যালোনা বৈঠকেই আনুষ্ঠানিকভাবে আরো তিন বিলিয়ন ডলার ঋণ চাইবে বাংলাদেশ ব্যাংক, যা নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে আইমএফের সঙ্গে আলোচনা করেছে।
এই প্রতিনিধি দলটি তৃতীয় কিস্তির বাস্তবায়ন অগ্রগতি দেখার সঙ্গে সঙ্গে নতুন করে তিন বিলিয়ন ডলার দেওয়া যায় কি না, সেই বাস্তবতা যাচাই করে প্রতিবেদন জমা দেবে আইএমএফের প্রধান কার্যালয়ে।
আইএমএফ এর সঙ্গে পৌনে পাঁচ বিলিয়ন ডলারের ঋণ চুক্তিতে থাকা বাংলাদেশ সবশেষ তৃতীয় কিস্তির অর্থ হাতে পায় গত জুন মাসে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইএমএফ এর এটি রুটিন ভিজিট। তারা আর্থিক বিভিন্ন বিষয় রিভিউ করবে। আমরা আরো তিন বিলিয়ন ডলার ঋণের প্রস্তাব দেব।”
বর্তমান ঋণ প্যাকেজের আকার বাড়িয়ে বা নতুন করে তিন বিলিয়ন ডলার ছাড় করতে পারে আইএমএফ। তবে, বাংলাদেশ ব্যাংক চাইবে বর্তমান ঋণ প্যাকেজের আকার বাড়িয়ে নিতে।