ঋণে জর্জরিত শ্রীলঙ্কার অর্থনীতির উন্নতি হচ্ছে: আইএমএফ
দুই বছর আগের ভয়াবহ দুর্দশা কাটিয়ে ধীরে ধীরে উন্নতি করতে শুরু করেছে ঋণ জর্জরিত শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি। এ কথা বলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গতকাল বৃহস্পতিবার আইএমএফ জানিয়েছে, ২০২২ সালের ৭০ শতাংশ মুদ্রাস্ফীতি গত মাসে নেমে এসেছে ৫ দশমিক ৯ শতাংশে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
আইএমএফ বলেছে, প্রায় দেড় বছর সংকুচিত থাকার পর গত বছরের দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার অর্থনীতি সম্প্রসারিত হয়েছে। ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে শ্রীলঙ্কার বার্ষিক অর্থনীতি বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৪ দশমিক ৫ শতাংশ।
২০২২ সালের প্রথম দিকে অর্থনৈতিক সংকটে খাদ্য, ওষুধ, জ্বালানি ও বিদ্যুতের তীব্র ঘাটতিতে ভুগেছিল শ্রীলঙ্কা। এরপর সাধারণ মানুষের তীব্র প্রতিবাদের ফলে গদি থেকে নেমে যান তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| শ্রীলঙ্কা
১০ মাস আগে
১ বছর আগে
১ বছর, ১ মাস আগে