খালাস পেয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইলেন খন্দকার মোশাররফ
‘এই সরকার অন্তর্বর্তীকালীন এবং নিরপেক্ষ। এই সরকারের পক্ষে যত দ্রুত সম্ভব বিভিন্ন ধরনের সংস্কারের যে পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো শেষ করে বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে যে সংস্কার প্রয়োজন দ্রুত শেষ করে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া।’
বৃহস্পতিবার ঢাকার একটি আদালতে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় খালাস পেয়ে সাংবাদিকদের এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেমের আদালত খন্দকার মোশাররফ হোসেন, ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক লাইন ডিরেক্টর ডা. মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেন।
খালাস পেয়ে খন্দকার মোশাররফ বলেন, ‘আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আমি, আমার ছেলে ও স্বাস্থ্য অধিদপ্ততের একজন কর্মকর্তার বিরুদ্ধে একটি মিথ্যা, বানোয়াট মামলা করা হয়। যে মামলার কোনো ভিত্তি, প্রমাণ ছিল না। ওয়ান ইলেভেনের সময় এ মামলা হয়। সেই হিসেবে দেখতে পাবেন, প্রায় ১৬ বছর এ মামলা চলেছে। কিন্তু সরকার পক্ষ থেকে যে প্রাথমিক তথ্য-প্রমাণ দিয়ে এ মামলায় অভিযোগ করবে এবং সেটা প্রমাণ করবে, এমন কোনো তথ্য-প্রমাণ দিতে পারে নাই। যার প্রেক্ষিতে এতদিন পরে আজকে এই আদালত আমাদের মামলা থেকে খালাস দিয়েছেন।’