![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024November/kajol-actor-271124-01-1732766916.jpg)
সিনেমার শুটিং শেষে কাজলের আবেগঘন বার্তা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৯
বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি নতুন এক সিনেমার শুটিং শেষ করে সহকর্মীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন।
শুটিং সেট থেকে একাধিক ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “আরও একটি পরিবারকে বিদায় দেওয়ার পালা।”
সেই সঙ্গে পুরো টিমের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেত্রী।