![](https://media.priyo.com/img/500x/https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/27/1732697398-156005c5baf40ff51a327f1c34f2975b.jpg)
স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদের সংগ্রাম জোরদার করুন : সিপিবি
স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদের সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ। তারা বলেছেন, ১৯৯০-এ স্বৈরাচার উচ্ছেদ করলেও স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদ করা যায়নি। বরং এরপর ক্ষমতায় থাকা দলগুলো নিজেদের ক্ষমতা কুক্ষিগত করতে নিজেরাই স্বৈরাচারী কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল। তাই স্বৈরাচারী ব্যবস্থা উচ্ছেদে নীতি-নিষ্ঠ রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।
বুধবার শহীদ ডা. মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ চত্বরে ডা. মিলনের কবরস্থানে ও টিএসসির মোড়ের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ ডা. ফজলুর রহমান, ডা. আবু রকিব ও ডা. ফারুকী প্রমূখ।
এ সময় সিপিবি নেতৃবৃন্দ বলেন, বিগত সরকারের আমলে দেশকে অবাধ লুটপাটের ক্ষেত্র করা হয়েছিল। গণতন্ত্রহীনতা এমন পর্যায়ে পৌঁছে ছিল যে, পুরো ভোট ব্যবস্থাই ধ্বংস করা হয়েছিল।