গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও অন্তর্বর্তী সরকারের শতদিন

যুগান্তর সাইফুল হক প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৯

আশাজাগানিয়া অমিত সম্ভাবনা নিয়ে গেল জুলাই-আগস্টের গণপ্রতিরোধ-গণ-অভ্যুত্থানের বিজয়ের পর ইতোমধ্যে ১০০ দিনের বেশি পার হয়েছে। এ সময়ের মধ্যে গণঅভ্যুত্থানের চেতনা কি কিছুটা ফিকে হতে শুরু করেছে? এত বিশাল সমর্থনের পরও দ্বিধা দোলাচলে থাকা একটি দুর্বল অন্তর্বর্তী সরকার গঠিত হলো, সরকার কি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে না, সরকার কি পথ হারিয়ে ফেলছে ইত্যাদি নানা প্রশ্ন জনগণের মধ্যে আলোচিত হচ্ছে। সরকার কি তাদের ক্ষমতা প্রলম্বিত করতে চায়? রাজনৈতিক দলসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে কি সরকারের দূরত্ব তৈরি হচ্ছে-এসব বিষয়াদিও আলোচনায় উঠে আসছে।


১০০ দিনেই সব প্রশ্নের উত্তর পাওয়া বা জনপ্রত্যাশা অনুযায়ী, সংকটের সমাধান লাভ করা যাবে না সত্য, কিন্তু প্রত্যাশা পূরণের মহাযজ্ঞ শুরু হয়েছে-সরকারের সামগ্রিক কাজকর্মে এ লক্ষণ থাকা জরুরি। বিশাল প্রত্যাশার চাপ নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা ও আন্তরিকতা নিয়ে হয়তো প্রশ্ন নেই, কিন্তু সরকারের দক্ষতা, যোগ্যতা, পেশাদারত্ব ও দূরদর্শিতা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কিছু বিষয় তাদের বিতর্কিত করে তুলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও