You have reached your daily news limit

Please log in to continue


কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে মঙ্গলবার ক্লাস-পরীক্ষা বন্ধ

কয়েক কিলোমিটার দূরে যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে গিয়ে হামলা এবং রক্তক্ষয়ী সংর্ষের পর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল সরকারি কলেজে একদিনের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।

সোহরাওয়ার্দী কলেজ বন্ধের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায়।

তিনি বলেন, “আগামীকাল কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের জানিয়েছে আগামীকালকের অনার্সের ফাইনাল পরীক্ষাও স্থগিত করেছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুলে অধ্যাপক কাকলী বলেন, “আক্ষেপ করে বলতে হচ্ছে গতকাল থেকে আজ পর্যন্ত আমার ক্যাম্পাসে কোনো আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়নি।

“আমি এখন যাত্রাবাড়ী আসছি। এখানে আমার শিক্ষার্থীরা আটকা পড়েছে। তাদের উদ্ধার করতে হবে। কিন্তু নিরাপত্তা ইস্যু থাকায় আমাকে ভেতরে যেতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন