গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
যুগান্তর
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ২১:০৬
গুমের অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় চাকরি হারালেন আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য। গত ১৫ বছরে গুমের অসংখ্য অভিযোগ থাকলেও তা স্বীকার করেনি আওয়ামী লীগ সরকার। এই চাকরিচ্যুতের ফলে ঘটনাগুলোর প্রাথমিক সত্যতা প্রমাণিত হতে শুরু করলো।
রোববার গুম কমিশনের সুপারিশে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গুম কমিশনের তথ্য বলছে, গুমের প্রমাণ মেলায় প্রাথমিকভাবে চাকরি হারালেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২২ সদস্য। যাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে গুম কমিশন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গুম
- খুন-গুম
- হত্যা-গুম
- রাজনৈতিক গুম