You have reached your daily news limit

Please log in to continue


বিয়ের আগে ভয়ে ‘পা ঠান্ডা’ হয়ে আসছে? ‘কোল্ড ফিটে’ ভুগছেন না তো?

সপ্তাহ খানেকের মধ্যেই নিজের পছন্দের সঙ্গীকে বিয়ে করতে যাচ্ছেন প্রতীতি জয়িতা জামিল। বিয়ে নিয়ে একদিকে যেমন উচ্ছ্বাস কাজ করছে, তেমনি কিছু উদ্বেগও আছে তার মধ্যে।

তিনি বলছেন, আমার নিয়মিত যে লাইফস্টাইল ছিল, সেখান থেকে একটু আলাদা লাইফস্টাইলে ঢুকতে হবে। তাছাড়া প্রতিদিনই পরিবারের বলছে, ‘বাসায় যা করো, ওইখানে করবে না’- এই যে বাইন্ডিংসগুলা, এগুলাতে একটু টেনশন থাকেই। 

কেবল জয়িতা জামিলই না, বিয়ের আগ দিয়ে এমন সংশয়, উদ্বেগ কিংবা চাপ বোধ করেন প্রায় সবাই। আর এই বিষয়টিকেই মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় ‘কোল্ড ফিট’ বা ‘পা ঠান্ডা হয়ে আসা’।

‘কোল্ড ফিট’ কী?

‘কোল্ড ফিট’ মূলত একটি টার্ম, যার মাধ্যমে ভবিষ্যৎ সঙ্গীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবার আগে অনিশ্চিয়তার অনুভূতিকে বোঝায়। মূলত প্রতীকী অর্থে এই টার্মটির ব্যবহার হয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন