বিধানসভা উপনির্বাচন: পশ্চিমবঙ্গে বিজেপির ভরাডুবি
পশ্চিমবঙ্গে মমতার তৃণমূল কংগ্রেসের কাছে মোদির বিজেপির বড় ধরনের পরাজয় ঘটেছে। অপরদিকে, বড় জয় পেয়েছেন প্রথমবার ভোটে লড়া প্রিয়াঙ্কা গান্ধী।
শনিবার ভারতের দুই রাজ্য বিধানসভাসহ কয়েকটি রাজ্যে উপনির্বাচনের ভোটগণনা হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ছয়টি বিধানসভা আসন। ভোটগণনা হচ্ছে দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনেরও।
মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের রাজ্য সরকার নির্বাচনের জন্য এখানকার মানুষ ভোট দিয়েছেন। এছাড়া পশ্চিমবঙ্গ সহ ১৪টি রাজ্যের ৪৮টি বিধানসভা কেন্দ্রে ভোট নেয়া হয়েছে। দুইটি রাজ্যের দুইটি লোকসভা আসনেও নির্বাচন হয়েছে। সকাল আটটা থেকে দেশজুড়ে শুরু হয় ভোট গোনা।
পশ্চিমবঙ্গের ছয়
এই রাজ্যে আর বছর দেড়েকের মধ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এই স্বল্প মেয়াদের জন্য ছয়জন বিধায়ক বিধানসভায় যাবেন। বিভিন্ন কারণে এই আসনগুলো ফাঁকা হয়েছিল।
বিশ্লেষকরা বলছেন, এই উপনির্বাচনে ছক্কা হাঁকিয়েছে তৃণমূল। পাঁচটি আসন তাদের দখলেই ছিল। অপর একটি আসন তারা বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, জয়ের ব্যবধানও বেশ বড়।