You have reached your daily news limit

Please log in to continue


কাদের ঘরে চুলা জ্বলেনি বলে আক্ষেপ করলেন বেবী নাজনীন

শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। সংগীতচর্চার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টাদের একজন বেবী নাজনীন। দীর্ঘদিন তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। এখন থেকে গান ও রাজনীতিতে সক্রিয় হবেন বলে জানিয়েছেন এই শিল্পী। সামনের দিনগুলোতে নিজের কর্মকাণ্ড নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেন বেবী নাজনীন।

আওয়ামী লীগ সরকারের আমলে ভিন্নমতের শিল্পীদের ব্ল্যাকলিস্ট করা হয়েছিল বলে অভিযোগ করেন বেবী নাজনীন। তার কাছে জানতে চাওয়া হয়, শিল্পীদের কি রাজনীতি করা উচিত? এমন প্রশ্নে বেবী নাজনীন বলেন, ‘দলের প্রতি সমর্থন যে কোনো মানুষের ব্যক্তিগত ব্যাপার। কোন শিল্পী কোন দলের সমর্থন করবে, কোন দলের আদর্শের প্রতি দুর্বল থাকবে, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। শিল্পীরা দেশের সম্পদ। একজন শিল্পীকে তার কাজের ক্ষেত্র সম্পর্কে জ্ঞান রাখতে হবে, তাকে বুঝতে হবে দেশের প্রতি তার দায়িত্ব কতখানি। সেসব বিষয় ঠিক রেখে কাজ করতে হবে। রাজনীতি করলেই আপনি উচ্ছন্নে চলে যাবেন, নষ্ট হয়ে যাবেন, খারাপ কাজে যুক্ত হয়ে যাবেন, এমনটা একজন শিল্পীর কাছ থেকে কাম্য নয়। সাধারণ মানুষ শিল্পীদের ভীষণ ভালোবাসেন। কারণ তাদের একেকজন মানুষ একেক শিল্পীর ভক্ত। কেউ তার প্রিয় শিল্পীর কাছ থেকে ভুল কিছু আশা করেন না। ভুল রাজনীতি আশা করবেন না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন