বিশ্বে তথ্যপ্রযুক্তি বিভাজন
অসমতা বর্তমান সময়ের সবচেয়ে বহুল আলোচিত বিষয়। বিশ্বের নানা দেশে আয় কিংবা আয়বহির্ভূত বিষয়গুলোয় অনপেক্ষ দারিদ্র্যের আপাতন কমে এসেছে, কিন্তু অসমতার ব্যাপ্তি বেড়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে যে অসমতা নানা আঙ্গিকে বিরাজমান—আঞ্চলিকতার প্রেক্ষিতে, আর্থসামাজিক গোষ্ঠীর মধ্যে, সামাজিক সেবার লভ্যতার ক্ষেত্রে, পরিবেশ বিভাজনের কারণে, নর-নারীর মধ্যে।
সেই সঙ্গে অসমতা রয়েছে সুযোগের মধ্যে এবং সেই সঙ্গে ফলাফলের ক্ষেত্রেও। আসলে অনেক সময়ে সুযোগের বৈষম্যই (যেমন শিক্ষা-সুযোগের ক্ষেত্রে) ফলাফল অসমতায় (যেমন আয়-প্রাপ্তির পরিপ্রেক্ষিত) প্রতিফলিত হয়। আজকের বিশ্বে সবচেয়ে বিত্তশালী ১০ ব্যক্তির সম্পদ বিশ্বের জনসংখ্যার নিম্নতম ৩১০ কোটি জনগোষ্ঠীর সমান। কভিড-১৯ অতিমারীর পর বৈশ্বিক অসমতা আরো বেড়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম বৈশ্বিক অসমতা ক্রমবর্ধমান। কারণ ওই অতিমারীর পর বিশ্বের ২০ শতাংশ সবচেয়ে বিত্তশালী মানুষের আয়ের তুলনায় বিশ্বের ৪০ শতাংশ দরিদ্রতম মানুষের আয় দ্বিগুণ হ্রাস পেয়েছে।