জলবায়ু সম্মেলনে কী পেল বাংলাদেশ?
সবুজ বিশ্ব গড়ার লক্ষ্য নিয়ে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হলো জাতিসংঘের ২৯তম জলবায়ু সম্মেলন কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ)। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিবছর কপ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে।
এ সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও নীতিনির্ধারকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ বছর এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন। যদিও এ সম্মেলনের প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।