ভারতকে হারিয়ে ‘শেষ লক্ষ্য’ পূরণ করতে চান কামিন্স
গত কয়েক বছরে দারুণ সব সাফল্যের স্রোতে ভেসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট। কিন্তু একটি জায়গায় তাদের শূন্যতা রয়েই গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ট্রফি ক্যাবিনেটে বোর্ডার-গাভাস্কার ট্রফি নেই ১০ বছর ধরে। সেই ট্রফি ফিরিয়ে এনে এবার পূর্ণতার আনন্দে ডুব দিতে চান অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।
ভারতে ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শিরোপা জয়ের এক বছর পূর্তি হলো মাত্রই। গত বছর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে হারিয়ে ট্রফি জেতে তারা। ইংল্যান্ডে অ্যাশেজের চ্যালেঞ্জেও কামিন্সের দল ধরে রাখে ট্রফি। বছর তিনেক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু বোর্ডার-গাভাস্কার ট্রফির সবশেষ চার সিরিজেই জয়ী দলের নাম ভারত।
এই সময়ে দুই দফায় অস্ট্রেলিয়ায় গিয়েও সিরিজ জিতে ফিরেছে ভারত। সবশেষ সফরে তো অধিনায়ক ভিরাট কোহলি প্রথম টেস্টের পর দেশে ফিরে গেলেও চোট-জর্জর জোড়াতালি দেওয়া দল নিয়েও স্মরণীয় সাফল্য পায় তারা। অথচ এই দুইবারের আগে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের স্বাদ ভারতীয় ক্রিকেটের ইতিহাসেই ছিল না।