ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের অভিযোগে ৫ শিক্ষার্থী কারাগারে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ০৯:০৮
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার সন্ধ্যার পর কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে তাদের তোলা হলে বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ইবি থানার ওসি শেখ ফরিদ উদ্দীন।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের লালন শাহ আবাসিক হলের প্রথম বর্ষের শিক্ষার্থী তারেক সিনিয়র নয় শিক্ষার্থীর বিরুদ্ধে ইবি থানায় মামলা করেছেন।
আসামিরা হলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাব্বির হোসেন, লিমন হোসেন, শেহান শরীফ, কান্ত বড়ুয়া, শফিউল্লাহ, তরিকুল, মুকুল, জিহাদ এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সঞ্চয় বড়ুয়া। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।