 
                    
                    যুদ্ধের ১০০০ দিন: রাশিয়ার কাছে নতি স্বীকার করবে না ইউক্রেইন
যুদ্ধের এক হাজার তম দিনে মঙ্গলবার রাশিয়ার আগ্রাসনের কাছে নতি স্বীকার না করার অঙ্গীকার করেছে ইউক্রেইন।
ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, দখলদারদের কাছে ইউক্রেইন কখনও আত্মসমর্পণ করবে না এবং আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য রাশিয়ার সেনাবাহিনীকে সাজা দেওয়া হবে।
সোমবার রাতে ইউক্রেইনের উত্তর-পূর্বাঞ্চলীয় সামি অঞ্চলে ড্রোন হামলায় এক শিশুসহ ৮ জন নিহত হয় এবং রোববার আলাদা আরেকটি হামলায় ৮৯ জন নিহত হয়।
ছোট্ট শহর হালখিভের আবাসিক ভবনে ড্রোন হামলায় দুই শিশুসহ ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের ন্যাশনাল পুলিশ বাহিনী।
ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক্সে লিখেছেন, ভবনটি ছিল স্থানীয় স্কুলের একটি ডরমিটরি।
রাশিয়ার এসব হামলার পরই ইউক্রেইন যুদ্ধের ১০০০ দিনে এসে নতি স্বীকার না করার অঙ্গীকার করলেন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনেও জেলেনস্কির ভাষণ দেওয়ার কথা রয়েছে।

 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -6900596e5127f.jpg) 
                    
                 
                    
                