ফিফা র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দলের স্মরণীয় সাফল্য

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ১২:১৫

আড়াই মাস আগে ফুটবলবিশ্বকে এক দফায় খানিকটা নাড়া দিয়েছিল সান মারিনো। ২০ বছর পর একটি ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিল তারা। ফিফা র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানিতে থাকা দলটি এবার খবরে শিরোণামে উঠে এলো আরও বড় সাফল্যে।


উয়েফা নেশন্স লিগের সবচেয়ে নিচের ধাপ ‘ডি’ লিগের এক নম্বর গ্রুপের লড়াইয়ে সোমবার লিখটেনস্টাইনকে ৩-১ গোলে হারায় সান মারিনো।


এই জয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফিফা র‌্যাঙ্কিংয়ের ২১০ নম্বর দলটি ‘ডি’ লিগ থেকে উন্নীত হলো ‘সি’ লিগে। এই আসরের আগে যে দলের ফুটবল ইতিহাসেই জয় ছিল মোটে এটি, প্রতিযোগিতামূলক ফুটবলে কোনো জয়ই ছিল না, তাদের জন্য এমন সাফল্য তো অভাবনীয় ও অবিস্মরনীয়!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও