![](https://cdn.dhakapost.com/media/imgAll/BG/2024November/waresha-sme-women-20241119102549.jpg)
ক্ষুদ্র ব্যবসায়ীরা কেমন আছেন?
ব্যাংকে নিজের জমানো টাকা তুলতে পারছেন না গ্রাহক। কোনো কোনো ব্যাংক প্রতিদিন মাত্র পাঁচ হাজার টাকা উত্তোলনের সীমা নির্ধারণ করে দিলেও সেটা নিজেরাই কার্যকর করতে পারছে না। আশা করছি, এই অবস্থা সাময়িক কিন্তু মন জানান দিচ্ছে নানান আশঙ্কার।
কতশত মানুষের সারাজীবনের সঞ্চয় সেখানে জমা ভাবুন! যেকোনো দেশের রাজনৈতিক পট পরিবর্তন হলে সাময়িক একটা অর্থনৈতিক অচলাবস্থা তৈরি হয়। তবে যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি আমরা ধারণ করি তাতে পরিবর্তনটাকে আমরা আতঙ্ক হিসেবে দেখি। এ কারণেই অর্থনৈতিক মন্দার আতঙ্কে ব্যাংক থেকে টাকা তুলতে মানুষের হুড়োহুড়ি লেগে গেছে।