পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে...

যুগান্তর একেএম শাহনাওয়াজ প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ১১:৩২

এদেশের ক্ষমতাবান রাজনীতিকরা খুব নামপাগলা হন। তারা হয়তো মনে করেন, তাদের এমন মহৎ কোনো গুণ নেই বা তারা মহত্ত্বের স্বাক্ষর রেখে যেতে পারবেন না, যাতে পরবর্তীকালে মানুষ হৃদয়ে তাদের ধারণ করবে। তাদের এতটুকু আত্মবিশ্বাস নেই, কবিগুরুর মতো বলতে পারেন ‘আমার নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক’।


মান্না দের বিখ্যাত গানের লিরিকগুলোও বিচার করেন না এরা। গানের কলি তো বলছে, কাগজে নাম লিখলে কাগজ একদিন ছিঁড়ে যাবে, পাথরে লিখলে পাথরও ক্ষয়ে যাবে। একমাত্র হৃদয়ে লিখলে তা রয়ে যাবে মনের গভীরে। তবুও প্রত্যেক রাজনৈতিক সরকার হৃদয় নিয়ে ভাবে না। কাগজে আর পাথরে নিজেদের নেতানেত্রী থেকে সুযোগ পেলে চৌদ্দ পুরুষের নামে নামকরণ করে রাষ্ট্রের নানা স্থাপনার। যেন সবই পারিবারিক সম্পত্তি। যদিও তারা দেখে আসছেন সরকার পরিবর্তন হলে কাগজের নামও ছিঁড়ে যায়, পাথরে খোদাই করা নামও আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়। তবুও আত্মবিশ্বাসহীন নেতানেত্রী ও তাদের চামচারা নিজ নাম পাথরে খোদাই করে অমর হতে চান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও