পাকিস্তানের ক্রিকেট: কে গেলেন, কে এলেন সেই হিসাব রাখা সত্যিই কঠিন

প্রথম আলো প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ০৮:৪০

চোট? উইজডেন জানিয়েছে, পাকিস্তান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। পাকিস্তানের সাংবাদিকেরা জানিয়েছেন, বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ রিজওয়ানকে। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে তাই পাকিস্তানের অধিনায়কত্ব করেন সালমান আগা। কী কাকতাল! আজই জানা গেল, জেসন গিলেস্পিকে সরিয়ে সাদা বলে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ হতে যাচ্ছেন আকিব জাভেদ।


পাকিস্তানের ক্রিকেটকে বোঝাতে সক্রেটিস-পূর্ব গ্রিক দার্শনিক হেরাক্লিটাসের আশ্রয় নিতে হয়। মনীষী বলেছিলেন, ‘জীবনে একমাত্র ধ্রুবক হলো পরিবর্তন, যা কখনো পরিবর্তন হয় না।’ পাকিস্তান ক্রিকেটও কি তেমন নয়?


পরিবর্তন যেন পাকিস্তান ক্রিকেটের মজ্জাগত। বোর্ডের সংবাদ সম্মেলনে কিংবা কর্তারা এমনিতে বলেন, পাকিস্তান ক্রিকেটে স্থিতি ফিরিয়ে আনা হচ্ছে কিংবা হবে। এসব নিয়ে নানা পদের প্রতিশ্রুতিও দেওয়া হয়। কিন্তু দিন শেষে যে লাউ সেই কদু। আজ অমুক আছে তো কাল নেই! পাকিস্তান ক্রিকেটে পরিবর্তনের বাজনায় সবার ভাবনা যেন একটাই, বাজনা থামলে বসব কোথায়! আজ আছে কিন্তু কাল চেয়ারটা না–ও থাকতে পারে! এই যে পরিবর্তনের ধারা, সেটা কখনো না পাল্টানোই সম্ভবত পাকিস্তান ক্রিকেটের একমাত্র ধ্রুবক।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও