ডায়াবেটিস থেকে চোখের ক্ষতি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ১৮:০৮

সময়ের তালে দৃষ্টিশক্তি দুর্বল করে দেয় ডায়াবেটিস।


এসব রোগের মধ্যে রয়েছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, গ্লুকোমা এবং ক্যাটার‌্যাক্টস বা ছানি পড়া।


সিএনএন ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়ে যুক্তরাষ্ট্রের কানেকটিকাট কেন্দ্রিক চক্ষুবিশেষজ্ঞ ডা. ভিসেন্টে ডিয়াজ বলেন, “ডায়াবেটিস সামলানোর মাধ্যমে দৃষ্টিশক্তি বাঁচানো সম্ভব।”


ডায়াবেটিসের কারণে রক্তে শর্করার মাত্রা বেশি থাকার ফলে সময়ে তালে চোখের শিরা ‍উপশিরায় প্রদাহ তৈরি করে। এই প্রদাহ থেকে ধীরে ধীরে অন্যান্য সমস্যা দেখা দেয়, যা কিনা সম্পূর্ণ রূপে অন্ধ করে দিতে পারে।


ডায়াবেটিক রেটিনোপ্যাথি


চোখের পেছনে থাকা রেটিনা আলো ও ছবি তৈরি করতে সাহায্য করে।


চোখের রক্তবাহী শিরা ডায়াবেটিসের কারণে ক্ষতিগ্রস্ত হতে থাকে। এক সময়ে শিরা ফুলে ছিদ্র হয়ে রক্ত বা তরল বের হয়ে যায়। যা থেকে রেটিনা স্ফীত হওয়া, ক্ষত তৈরি এবং চোখে দাগ বা ‘আই ম্যাকুলা’ সৃষ্টি করে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও