ইলন মাস্কের বিরুদ্ধে কেন মামলা করলেন ইউরোপের শীর্ষ ধনী

প্রথম আলো প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ১২:১২

ইউরোপের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্টের প্রতিষ্ঠান শীর্ষ ধনী ইলন মাস্কের এক্সের (সাবেক টুইটার) বিরুদ্ধে মামলা করেছে। ফরাসি ধনকুবের বার্নার্ড আর্নল্টের মালিকানাধীন দুটি প্রকাশনা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি ফরাসি মিডিয়া গ্রুপ এক্সের বিরুদ্ধে মামলা করেছে। ফরাসি গণমাধ্যমগুলো তাদের কনটেন্ট বা আধেয় অনুমতি ছাড়া প্রকাশের অভিযোগ এনেছে।

লে ফিগারো, লে মন্ডে, ক্যুরিয়ার ইন্টারন্যাশনাল, হাফিংটন পোস্ট, লে নুভেল ওবস-সহ আর্নল্টের লেস ইকোস ও লে প্যারিসিয়েন সংবাদপত্র এক্সের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। ফরাসি গণমাধ্যম অধিকার লঙ্ঘনের জন্য এগুলোকে অভিযুক্ত করছে। ইউরোপীয় ইউনিয়নের অধীন ফরাসি আইন অনুসারে এ মামলা করা হয়েছে। বার্নার্ড আর্নল্ট বিলাসবহুল ব্র্যান্ড এলভিএমএইচের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি ইউরোপীয় ব্যবসা–বাণিজ্য খাতে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। এক্সের বিরুদ্ধে মামলার কারণে আর্নল্ট ইলন মাস্কের সঙ্গে সংঘাতে জড়ালেন।


এর আগে ফরাসি বার্তা সংস্থা এএফপি একই অভিযোগে এক্সের বিরুদ্ধে মামলা করেছিল। বিভিন্ন ফরাসি সংবাদপত্র এক্সের বিরুদ্ধে জরুরি নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে আদালতে। গত মে মাসে প্যারিসের একটি ট্রাইব্যুনাল এক্সের কাছ থেকে বাণিজ্যিক ডেটা চেয়েছিলেন, যদিও এক্স কোনো উত্তর দেয়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও