১০১ দিন পর নতুন নামে খুলছে গাজীপুরের সাফারি পার্ক

কালের কণ্ঠ গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ২২:৪১

দীর্ঘ তিন মাস ১১ দিন বন্ধ রেখে সংস্কারের পর খুলছে গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্ক। শুক্রবার (১৫ নভেম্বর) দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে পার্কটি। তবে সাফারি পার্কটির ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, প্রজাপতি কর্নার, ফেন্সি ডার্ক গার্ডেন ও শিশু পার্ক বন্ধ থাকবে।


সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, পার্কটির নাম পরিবর্তনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

তবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক’ আগামীকাল থেকে ‘সাফারি পার্ক, গাজীপুর’ নামে কার্যক্রম শুরু করবে।


সাফারি পার্কের কর্মকর্তারা জানান, গত ৫ আগস্ট সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর হয়। ফলে ওই দিনই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য এ পার্কটি বন্ধ ঘোষণা করে।


মো. রফিকুল ইসলাম বলেন, দীর্ঘ তিন মাস ১১ দিন বন্ধ রেখে টানা সংস্কারকাজ চালানো হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও