You have reached your daily news limit

Please log in to continue


শিক্ষকদের জ্যেষ্ঠতার দ্বন্দ্বে উইলস লিটল ফ্লাওয়ারে ‘অচলাবস্থা’

রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর এ প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এখন চরমে। এ টানাপোড়েনের মূলকারণ ‘জ্যেষ্ঠতা’। দ্বন্দ্ব এমন রূপ নিয়েছে যে, শিক্ষকরা পৃথক পৃথক দৈনন্দিন হাজিরা খাতায় সই করছেন। একই সঙ্গে রয়েছে অবৈধভাবে নিয়োগ, পদোন্নতির অভিযোগও। তদন্তে সেই অভিযোগের প্রমাণও মিলেছে। চাকরি হারানোর শঙ্কায় পড়েছেন কিছু শিক্ষক। শাস্তি এড়াতে তারা এখন রাজনৈতিক আশ্রয় খুঁজছেন। নানামুখী এমন সংকটের নেতিবাচক প্রভাব পড়ছে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে।

শিক্ষক ও অভিভাবকরা বলছেন, ২৫ বছর ধরে প্রতিষ্ঠানটিতে চাকরি করা শিক্ষকদের কোণঠাসা করে রাখা হয়েছে। ২০১৩ সালের প্রশ্নবিদ্ধ নিয়োগে শিক্ষক হওয়া ১২ জন শিক্ষক এ সংকট তৈরি করেছেন। তারা বিগত আওয়ামী লীগের জোটসঙ্গী ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের প্রভাবে নিয়োগ পেয়ে উশৃঙ্খল হয়ে ওঠেন। নিয়ম না মেনে জ্যেষ্ঠতার তালিকাও পাল্টে ফেলেন। তা থেকে এ অচলাবস্থার সৃষ্টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন