নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকলে জেনে রাখুন ৬ বিষয়

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১৮:৩৩

আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজের সূত্রে অনেককেই ল্যাপটপ সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হতে হয়। ডেস্কটপ তো সঙ্গে করে নেওয়া সম্ভব না, এজন্যই মূলত ল্যাপটপ এতো বেশি জনপ্রিয়।


তবে যদি নতুন ল্যাপটপ কিনতে চান বা কেনার পরিকল্পনা থাকে তাহলে ৬টি বিষয় মাথায় রাখুন। জেনে নিন সেসব-


প্রসেসর
ল্যাপটপের গতির জন্য প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ। ইন্টেল কোর আই৫ বা আই৭, অথবা এএমডি রেইজন ৫ বা রেইজন ৭ প্রসেসর সাধারণত ভালো পারফরম্যান্স দেয়। হালকা কাজের জন্য আই৩ বা রেইজন ৩ হলেও চলতে পারে, কিন্তু হেভি গেমিং বা ভিডিও এডিটিংয়ের জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রসেসর বেছে নেওয়া ভালো।


র‍্যাম
মাল্টিটাস্কিং এবং দ্রুত গতির কাজের জন্য পর্যাপ্ত র্যাম থাকা জরুরি। ৮ জিবি র্যাম সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট, তবে হেভি অ্যাপ্লিকেশন বা গেমিং এর জন্য ১৬ জিবি বা তার বেশি র্যাম বেছে নিলে ভালো।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও