You have reached your daily news limit

Please log in to continue


‘সেই আমি আওয়ামী ফ্যাসিজমের পার্ট?’ ফারুকীর প্রশ্ন

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পরে মোস্তফা সরয়ার ফারুকীর বিভিন্ন সময়ের অবস্থান ও সিনেমা নিয়ে কেউ কেউ সমালোচনা করেন। এ নিয়ে প্রথমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। তাঁকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকা নানা অভিযোগের জবাব দেন।

শুরুতেই ফারুকী লিখেছেন, ‘ ঘুণাক্ষরেও যা আগে ভাবি নাই, এখন আমাকে সেটাই করতে হচ্ছে। যাই হোক শুরু করি। আমি মাত্রই দুই দিন হলো কাজ করছি। এর মধ্যে আমার ধারণা আমার মন্ত্রণালয়ে সহকর্মীদের মাঝে এই ধারণা দিতে পেরেছি যে আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই, যেটা স্বল্প এবং দীর্ঘ মেয়াদে আমাদের সংস্কৃতিকর্মীদের কাজে আসবে। যা–ই হোক, যদিও আমি কোনো পদ চাই নাই, তবুও দায়িত্বটা নেওয়ার পর আমি আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করছি।’

উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় কেউ কেউ তাঁকে বলছেন ফ্যাসিস্টের দোসর, এ ছাড়া নানা অভিযোগের কথা শুনেছেন মোস্তফা সরয়ার ফারুকী।

এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘কিন্তু এর মধ্যে আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগের—আমি নাকি ফ্যাসিস্টের দোসর! যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম ১৬ জুলাই থেকে, অল আউট অ্যাটাকে গেলাম এটা জেনে যে ফ্যাসিস্ট হাসিনা টিকে গেলে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু অথবা জেল, আমি তারই সহযোগী?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন