কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনার শিশুর বিলম্বিত বিকাশ হচ্ছে
প্রথম আলো
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১৬:৩৭
মানবশিশু জীবনের বিভিন্ন ধাপ পার করে প্রাপ্তবয়স্ক মানুষ হয়ে ওঠে। শিশুর বিকাশের ধাপগুলো একটার পর একটা সামনে আসে। কোনো ধাপ পার না করে শিশু অন্য ধাপে যেতে পারে না। মায়ের জরায়ুতে ভ্রূণ তৈরির মুহূর্ত থেকে শুরু হয় এই বিকাশ। এটি একটি চলমান প্রক্রিয়া।
বিকাশের ধাপগুলো শরীরের ওপরের দিক থেকে শুরু হয়ে ধীরে ধীরে নিচের দিকে পরিপূর্ণতা পায়; মানে আগে ঘাড় শক্ত হয়, এরপর শেখে বসা ও হামাগুড়ি দেওয়া; সব শেষে শেখে দাঁড়ানো আর হাঁটা। ভাষা শেখা, বুদ্ধির বিকাশও এ রকম ধাপে ধাপে হয়ে থাকে। বিকাশের বিভিন্ন মাইলফলক অর্জনের গতি বিভিন্ন শিশুর ক্ষেত্রে ভিন্ন হলেও কোনো ধাপ বাদ দিয়ে শিশু অন্য ধাপে যেতে পারে না। বরং দেরি হতে পারে। একই পরিবারের দুটি শিশুও বিভিন্ন হারে তাদের মাইলফলকে পৌঁছাতে পারে। বংশগতির ধারা, পরিবেশ ইত্যাদি শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশুর যত্ন