জনগণের প্রত্যাশা-চাওয়া নিয়েই এগিয়ে যেতে চায় বিএনপি : আমিনুল

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ১৮:৩১

জনগণের গণতান্ত্রিক ও ভোটের অধিকার ফিরে না আসা পর্যন্ত বিএনপি লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেছেন, একটি উন্নত-সমৃদ্ধ ও সুন্দর এবং শান্তিময় বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপি কাজ করছে। আমাদের রাজনীতি হচ্ছে জনস্বার্থে। জনগণের প্রত্যাশা-চাওয়া নিয়েই এগিয়ে যেতে চায় বিএনপি।


সোমবার (১১ নভেম্বর) পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকার ঘরোয়া মোড় ও দুয়ারীপাড়া এলাকার বিভিন্ন স্পটে দলীয় ব্যানার, ফেস্টুন, পোস্টার ও দলীয় অফিস অপসারণের সময় এ কথা বলেন তিনি।


আমিনুল বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ডসহ বিভিন্ন জিনিস লাগাতে হয়। অনেকক্ষেত্রে সাধারণ মানুষ এটাকে ভালো চোখে দেখে না। সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের থানা-ওয়ার্ডের দলীয় বিলবোর্ড, ব্যানার, পোস্টার ও ফেস্টুন নামিয়ে সবকিছু পরিষ্কার করে ফেলতে হবে। সব দলীয় কার্যালয় অপসারণ করতে হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও