শাবির দোকান ক্যান্টিনে নিষিদ্ধ ছাত্রলীগের বাকি ৮ লাখ টাকা!

যুগান্তর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ২৩:০৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অভ্যন্তরে হল ডাইনিং, ক্যান্টিন, পত্রিকার হকার এবং আশপাশের বিভিন্ন দোকান, হোটেলে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের বাকি প্রায় আট লাখ টাকা। গত কয়েক বছরে বিভিন্ন সময়ে এসব দোকান এবং হলের ডাইনিং, ক্যান্টিন থেকে বাকি খেয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।


বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ডাইনিং ক্যান্টিন মালিকদের অভিযোগ, বাকি খেয়ে তো টাকা দিতই না, আবার তাদের খাবার দিতে দেরি হলে ক্যান্টিনের ওয়েটারদের উলটো ধমক দিতেন। এমনকি কোনো সমস্যা হলেই ডাইনিং থেকে বের করে দেবে বলেও হুমকি দিতেন। 


জানা যায়, আবাসিক শাহপরান হলের ডাইনিং এবং ক্যান্টিনে বিভিন্ন সময়ে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের বাকি যথাক্রমে ত্রিশ হাজার ও ৮০ হাজার টাকা। হলের ডাইনিংয়ের সাবেক একাধিক পরিচালকের কাছে গত ৮ বছরে সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাদের কাছে বাকি যথাক্রমে দুই লক্ষাধিক এবং দেড় লক্ষাধিক টাকা। হলটির সামনের ছোট হোটেল, লন্ড্রি, সেলুন এবং ছোট দোকানটিতেও ছাত্রলীগ নেতাদের বাকি প্রায় ৩৫ হাজারের কাছাকাছি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও