![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-11-10%252Fmcmcx05w%252FNASUM-coming-out-with-a-test-at-the-physio1.jpg%3Frect%3D0%252C0%252C3372%252C2248%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
এই ‘নাসুম’ই হতে চেয়েছিলেন নাসুম
ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা উঠেছে নাজমুল হোসেনের হাতে। ওঠা অস্বাভাবিকও নয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকার ম্যাচ। আর সেই ম্যাচে ব্যাট হাতে ৭৬ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। শেষ পর্যন্ত দল জিতেছে ৬৮ রানে, নাজমুল ম্যাচ–সেরা হতেই পারেন।
তবে গাণিতিক মডেল বলছে, গতকাল আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচের সেরা ক্রিকেটটা খেলেছেন নাসুম আহমেদ। ক্রিকইনফোর ভাষায়, ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি)। ব্যাট হাতে করেছেন ২৪ বলে ২৫ রান, বল হাতে ২৮ রানে ৩ উইকেট। সংখ্যা নাকি সব সময় সত্য বলে না। আসল চিত্র তুলে ধরতে পারে না। কিন্তু আসল যদি না–ও থাকে, কিছু না কিছু তো নিশ্চয়ই ভেসে ওঠে।
ক্রিকইনফোর এমভিপিতে যেমন ফুটে ওঠে একজন খেলোয়াড়ের ব্যাটিং–বোলিংয়ের প্রভাব ম্যাচে আসলে কতটা পড়েছে। কতটা গুরুত্বপূর্ণ সময়ে এসেছে, কার বিপক্ষে এসেছে; সংখ্যায় যতই হোক, সেই রান বা উইকেটের প্রকৃত মূল্যই–বা কত ছিল। আফগানিস্তান ম্যাচে নাসুমেরটা যেমন জ্বলজ্বল করছে সবার ওপর—ইমপ্যাক্ট পয়েন্ট ১৩১.৯১। কাছাকাছি থাকা আফগান স্পিনার খারোতে প্রায় ২৫ পয়েন্ট পেছনে। আর নাজমুল তো আরও পেছনে—তালিকার ৪ নম্বরে।
- ট্যাগ:
- খেলা
- ওয়ানডে ক্রিকেট
- নাসুম আহমেদ