You have reached your daily news limit

Please log in to continue


গ্র্যামিতে স্বামীকে ছাড়িয়ে বিয়ন্সের নতুন রেকর্ড

বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাকর গ্র্যামি অ্যাওয়ার্ডসে র‍্যাপার স্বামী জে-জেডকে টপকে সেরা অ্যালবাম, সেরা কান্ট্রি অ্যালবামসহ সর্বোচ্চ ১১টি শাখায় মনোননয় পেয়ে রেকর্ড গড়লেন যুক্তরাষ্ট্রের পপ তারকা বিয়ন্সে।

বিবিসি লিখেছে, এই নিয়ে গ্র্যামিতে বিয়ন্সের মনোননয় সংখ্যা দাঁড়ালো ৯৯ এ, এই সংখ্যা আর কোনো শিল্পীর নেই।

এর আগে এই গায়িকার স্বামী জে-জেডের গ্র্যামিতে সর্বোচ্চ মনোনয়ন ছিল ৮৮টি।

আগামী বছরের ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর বসতে চলছে।

এবারের আসরে সাতটি করে মনোনয়ন পেয়েছেন বিলি আইলিশ, চার্লি এক্সসিএক্স, কেন্ড্রিক লামার ও পোস্ট ম্যালোন।

আর টেইলর সুইফট, সাবরিনা কার্পেন্টার ও চ্যাপেল রোয়ান মনোনয়ন পেয়েছেন ছয়টি করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন