আমস্টারডামে কেন সেদিন ইহুদিদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল

প্রথম আলো প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ১৬:৫০

নেদারল্যান্ডসের আমস্টারডামে ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্সের মধ্যে ইউরোপা লিগের ফুটবল ম্যাচের আগে ও পরে ইসরায়েলি সমর্থক ও সম্ভবত ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।


আমস্টারডামের জোহান ক্রুইফ অ্যারেনায় গত বৃহস্পতিবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইয়োহান ক্রুইফ আমস্টারডামের প্রধান অ্যারেনা ও অ্যাজাক্সের হোম স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় হামলা করা হয়। ওই ফুটবল ম্যাচে অ্যাজেক্স ৫-০ গোল জয়ী হয়েছিল।


আল–জাজিরার প্রতিবেদক স্টিপ ভ্যাসেন আমস্টারডাম থেকে বলেন, কয়েক দিন ধরে বাড়তে থাকা উত্তেজনার সূত্র ধরে ইসরায়েলি সমর্থক ও ফিলিস্তিনপন্থীদের মধ্যে সংঘর্ষ হয়।


স্টিপ বলেন, ম্যাকাবি তেল আবিবের হাজারো সমর্থক সেদিন আমস্টারডামে খেলা দেখতে আসেন। তাঁরা সংঘর্ষ শুরু হওয়ার আগে সেখানে একটি সমাবেশ করেন। এ সময় তাদের ইসরায়েলি পতাকা উড়তে দেখা যায়। একটি ভবনের দেয়াল থেকে ফিলিস্তিনের পতাকা খুলে ফেলে তাতে আগুন দেন ইসরায়েলি সমর্থকেরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও